Sunday, June 18, 2006

এপ্রিলের প্রথম দিনের স্বপ্ন


স্বপ্ন 1
একটা আধকাটা তরমুজ, চারিদিকে সাদা লম্বা-লম্বা পালক গোজা৷

স্বপ্ন 2
সাদা দেওয়ালের লেডিজ টয়লেট৷ সারি সারি কল খোলা, জল পড়ে যায়, কেবল তার শব্দ, আর কেউ নেই৷ সাদা দেওয়াল জুড়ে সারে সারে আটকানো শুভবিবাহের গ্রিটিংস কার্ড, হাওয়ায় সেগুলো দুলছে প্রজাপতির মত, তিরতির৷

স্বপ্ন 3
দুই দিকে শিং তোলা হলুদ বালি, মাঝে কালো চাদর পাতা, স্বর্ণলতার ফাঁসে মৃত সাদা একটি কুকুর,চাদরের উপর৷

স্বপ্ন 4
প্রচুর ঝাউ পাতা , প্রতিটা রেখা তৈরি করছে অসংখ্য ঢেউ, ভেসে যাচ্ছে অসংখ্য চোখ, টিনের হাত কাটা অ-ঐশ্বরিক হাত৷ বৃষ্টিতে এলোমেলো চোখগুলো সরে সরে যায় টিন -কাটা হাতের উপর দিয়ে৷

স্বপ্ন 5
চলমান রেলের কামরায় , বার্থ, চাদর , বালিশ - সমস্ত তৈরি টেরাকোটায়,
মাটিতে পাতা সব কলাপাতা৷ শীততাপ নিয়ন্ত্রিত জানালায় একেকটি গ্লো-সাইন, কোকাকোলা, কোকাকোলা, কোকাকোলা...

স্বপ্ন 6
সাদা অসংখ্য ডিমে ঢাকা একটা মাঠ,আলতা হাতে কবিতা লেখার চেষ্টা করছেন কবি, সেই ডিম খোলার উপর ৷ এদিকে একটা - ওদিকে একটা বর্ণমালা ভেঙ্গে ডিম ফুটে বেরিয়ে আসছে শাবক, হলুদ মুরগির বাচ্চারা৷

স্বপ্ন 7
কালো পিচের রাস্তা, ডিভাইডার বরাবর, অস্বচ্ছ সার সার বাল্ব পাতা৷
একটা গলাকাটা মুরগী কবাডি খেলার মত ছিটকে পড়ছে এদিক ওদিক৷ পয়েন্ট গোনার মত জ্বলে উঠছে একেকটি আলো, বাল্বের উপর এসে লাগছে রক্তের ছিটে ৷

No comments: