Sunday, June 18, 2006

মন খারাপ করা সকাল মানেই




ভালো লাগছে না৷
বিরক্তি, আসে আর যায়, ত্যেলাকুচো পাতার মাথার মত, কাটো কুচি কুচি৷
পাতকাঠি ভেঙে যায় , মটমট৷
রেডিও তে সিগনাল লাগে না, কন্ঠস্বর ভেঙেচুরে কটকীর কাজ৷
ফোটনেরা দ্রুতগামী, টিউবলাইট জুড়ে ষ্টার ফিস নকষায় নাচছে বিজলী রানী-এ-আ৷
কিছুতেই ভালো লাগছে না৷হাওয়া দিলে এই ভাবে উল্টে যাবে বইএর পাতা, আমি দেখব গড়ে উঠছে দ্বিতীয় বিবেকানন্দ সেতু৷
না৷না৷ভালো লছে না৷হিজিবিজি লেখা পাতাগুলোচুবিয়ে নেওয়া হল চুনগোলা টবে৷ইতুর সরার উপর জটাজুট হল ছোলাগাছগুলি, যেন তারকেশ্বরের রাস্তা জুড়ে মুন্ডনের চুল৷অলি গলি, তস্য গলি, পুড়ে যাওয়া বেগুনভাজার মত , পুড়ে যাওয়া, নৌকাগুলি পড়ে থাকে বেনারসে, গাঁদা গোলাপ দোপাটি পাপড়ি বেলপাতাগুলি৷এক ঝলক সিদ্ধেশ্বরীও ভেসে উঠল৷
ক্রমশ গ্লসের জল হয়ে পড়ছে সাদা৷ট্যাবলেটগুলি গুলে যাচ্ছে ধীরে ধীরে, নির্মা, ওয়াসিং উডার নির্মা৷
গ্যামাক্সিন যেন ছত্রাক হয়ে জেগে উঠেছে সারা দেশ জুড়ে, ক্লোরিন গন্ধে চমত্কারা,শূণ্য, ভারি শূণ্য মাথা৷গলির মুখ আটকে দাঁড়িয়ে এক ষাঁড়, কেউ কেউ দার্শনিক হন, যেমন পিকাসো৷
সারা মন্দির জুড়ে টাইলসের বদলে লাগানো হচ্ছে কি-বোর্ড৷ দেবীর শাড়িতে বর্ণচ্ছটা শোভন কচ্ছে কুলেখাড়াগুচ্চ৷ জগত্ জননী, জগত্অ-দ্ধাত্রী৷ লেডি ক্যানি, ংলেডি ডায়ানা সবই বটি নিয়ে বসে লাউ কাটে, সাদা খুলির ভিতর অল্প জলে ইকড়ি-মিকড়ি কই মাছের দল৷ইনক্লাব জিন্দাবাদ৷

এই বাথরুম জুড়ে বিছিয়ে রাখি নির্মা ও জল, ঝটাকসে পড়লাম৷ ছিটকে পড়া কই মাছ, খল খল খল, নালি নালি নালি,বেয়ে বেয়ে বেয়ে৷
কফিতে কালো হয়ে আছে মগটা৷যন্ত্রণা, ভালো লাগে না, ভালো লাগে না৷

ওহ, মন্দিরে, কী বোর্ড জুড়ে, সুধুই সংখ্যা৷ ক্যালু-কীজ৷ ভক্তি রসে গদ, গদ, তুমি আমি হরিপদ৷ স্কোর্বোর্ডে দেখো,
100000000
100000
1000000
100
10000
100000
10000
1000
নানা
100000001
100001
1000001
10110001
100001
1001
কালো তে লাল, লেকা৷ফটোশপে ফেলে রিভার্স করতেই সব তরমুজ হয়ে গেল৷
পিচের রাস্তা বরাবর লাল বাসগুলো আসছে, সব স্কোয়ার রুট করে দিলাম,নাম্বার টেনের পুরানো প্যাকেটগুলো,দুধের ভেতর গুলে দেওয়া লাল ক্লোগ-আপ,তিড়ি- ং জিঁদাবাদ, জিঁদাবাদ৷
দরজির দোকান জুড়ে পড়ে আছে ছোটছোট টুকরোএ র ংও রঙের ছিটে৷
হাতের মুঠির ভেতর জ্বলে ওঠা টর্চলাইট৷
ব্যাটারী ফুরানো গড়ির কাঁটা একই জায়গায় কেঁপে যাচ্ছে থরথর৷
টের পাওয়া যায় চোখের ওপর শিরা কেঁপে উঠছে দপ-দপ-দপ,তেল ফুরানো হারিকেন যেন৷
হলুদ হয়ে অসছে সাদা-কালো ছবিগুলি, যদি দেখো একটা একটা করে হলুদদানা ঢেকে দিচ্ছে, আহা প্রথম তুষরপাতের মত৷
ভাঙ্গা গাড়ির গ্যারেজ৷
র ংঢেকে ঢেকে যাচ্ছে মরচে সোনায়৷
আলিবাবার অ্যাপ্রন জুড়ে ছিটে ছিটে রং৷
নাহ, বৃষ্টিপাত ভালবাসা, কেবল বিস্কুটের গুঁড়ো, কেঁপে কেঁপে ওঠে রবীন্দ্রসেতু ও পসারী৷
ইঁটের উপর জমে উথছে ভেলভেট-ভেলভেট শ্যাওলা৷
পিঁপড়ের দল বয়ে নিয়ে চলেছে পাশবালিশগুলো, যেন ভাত বলে ভ্রম হয়৷
মৌমাছির ভন-ভন-ভন শব্দে এসে পড়ছে পাতার ফাঁকে রোদ্দুর, পিলেতে গড়িয়ে পড়ে চুন্নি৷দুই পাক ঘুরে স্থির৷মৃত মাছের চোখ৷
কপাল জুড়ে টান টান ঘুম? যেন মাঞ্জা দেওয়া হয়েছে, এই ল্যাম্প পোষ্ট থেকে ঐ ল্যাম্প পোষ্ট৷
অন্ধকার৷কিছুই ভালো লাগে না৷নাহ৷শিয়ালকাঁটার কলো দানা দানা বীজ, হাতের তালু জুড়ে, বড়ই অস্থির৷
ঢালাই মেশিনে সব কিছু মাখামাখির শব্দ,বড় বড় বাড়ি হবে, লোহার শিক, বীম , পিলার৷
যানজট, এদিক ওদিক ওদিক হর্ণ, ওদিক ওদিক ওদিক৷
খড়াঅটা মেশিন সব কেটে দিচ্ছে ঘ্যাঁচ ঘ্যাঁচ গ্যাঁচ৷কাঁচের উপর দিয়ে ছুটে যাচ্ছে হীরা, গুড়ো গুড়ো সব অমৃতসমান৷কাটা গালে থেলে আসা রক্ত, ফিটকিরি চলে যায় কলসীর ভেতর,ঝপাং৷
আলো, তীব্র আলো৷অন্ধকার৷মুছে যায় দ্রুত৷অস্থির৷ভালো লাগে না কিছুই৷

এপ্রিলের প্রথম দিনের স্বপ্ন


স্বপ্ন 1
একটা আধকাটা তরমুজ, চারিদিকে সাদা লম্বা-লম্বা পালক গোজা৷

স্বপ্ন 2
সাদা দেওয়ালের লেডিজ টয়লেট৷ সারি সারি কল খোলা, জল পড়ে যায়, কেবল তার শব্দ, আর কেউ নেই৷ সাদা দেওয়াল জুড়ে সারে সারে আটকানো শুভবিবাহের গ্রিটিংস কার্ড, হাওয়ায় সেগুলো দুলছে প্রজাপতির মত, তিরতির৷

স্বপ্ন 3
দুই দিকে শিং তোলা হলুদ বালি, মাঝে কালো চাদর পাতা, স্বর্ণলতার ফাঁসে মৃত সাদা একটি কুকুর,চাদরের উপর৷

স্বপ্ন 4
প্রচুর ঝাউ পাতা , প্রতিটা রেখা তৈরি করছে অসংখ্য ঢেউ, ভেসে যাচ্ছে অসংখ্য চোখ, টিনের হাত কাটা অ-ঐশ্বরিক হাত৷ বৃষ্টিতে এলোমেলো চোখগুলো সরে সরে যায় টিন -কাটা হাতের উপর দিয়ে৷

স্বপ্ন 5
চলমান রেলের কামরায় , বার্থ, চাদর , বালিশ - সমস্ত তৈরি টেরাকোটায়,
মাটিতে পাতা সব কলাপাতা৷ শীততাপ নিয়ন্ত্রিত জানালায় একেকটি গ্লো-সাইন, কোকাকোলা, কোকাকোলা, কোকাকোলা...

স্বপ্ন 6
সাদা অসংখ্য ডিমে ঢাকা একটা মাঠ,আলতা হাতে কবিতা লেখার চেষ্টা করছেন কবি, সেই ডিম খোলার উপর ৷ এদিকে একটা - ওদিকে একটা বর্ণমালা ভেঙ্গে ডিম ফুটে বেরিয়ে আসছে শাবক, হলুদ মুরগির বাচ্চারা৷

স্বপ্ন 7
কালো পিচের রাস্তা, ডিভাইডার বরাবর, অস্বচ্ছ সার সার বাল্ব পাতা৷
একটা গলাকাটা মুরগী কবাডি খেলার মত ছিটকে পড়ছে এদিক ওদিক৷ পয়েন্ট গোনার মত জ্বলে উঠছে একেকটি আলো, বাল্বের উপর এসে লাগছে রক্তের ছিটে ৷